College Features

কলেজের বৈশিষ্ট্যসমূহ

  1. সুযোগ্য পরিচালনা পর্ষদ।
  2. যোগ্য, প্রাজ্ঞ ও অভিজ্ঞ অধ্যাপকমণ্ডলী।
  3. প্রশস্ত ও মনোরম সবুজ ক্যাম্পাস।
  4. চমৎকার লোকেশন ও উন্নত পরিবেশ।
  5. সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।
  6. অত্র প্রতিষ্ঠান সি.সি ক্যামেরার আওতাধীন।
  7. পনের সহস্রাধিক গ্রন্থ সম্বলিত সমৃদ্ধ গ্রন্থাগার।
  8. পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত বিষয়ে পৃথক পৃথক আধুনিক গবেষণাগার।
  9. ডিজিটাল কম্পিউটার ল্যাব।
  10. সুস্থ দেহ ও সুস্থ মন গড়ার লক্ষ্যে রয়েছে প্রশস্ত খেলার মাঠ।
  11. স্বাস্থ্য সেবার জন্য রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র।
  12. বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা।
  13. সম্মানীয় অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল প্রকাশ ও মতবিনিময় সভার আয়োজন করা।
  14. শিক্ষার্থীদের মানষিক উৎকর্ষ সাধনের জন্য নানাবিধ সংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান করা হয়।