প্রতিষ্ঠান পরিচিতিঃ
বাংলাদেশে নারীশিক্ষা প্রসারের মহতী লক্ষে সামনে রেখে ১৯৭৮ সালে মীরপুর গার্লস আইডিয়াল ল্যবরেটরী ইনস্টিটিউট প্রতিষ্ঠিত । পূর্বে প্রতিষ্ঠানটিতে স্কুল ও কলেজ শাখা একত্রে পরিচালিত হত । সম্প্রতিক স্কুল হতে কলেজ পৃথক হয়ে মীরপুর গার্লস আইডিয়াল কলেজ নামকরণ করা হয় । বর্তমানে কলেজটি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে । বর্তমানে মীরপুর গার্লস আইডিয়াল কলেজ শাখা ছাড়াও অর্নাস ও ডিগ্রি কার্যক্রম চালু রয়েছে । অনার্স বিষয়সমূহ হল বাংলা, ইংরেজি , সমাজকর্ম ,হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও মার্কেটিং ।
সাফল্যঃ ভাল ফলাফলের জন্য এ প্রতিষ্ঠান ২০০১ ও ২০০২ সালে পরপর দু-বার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করে এবং ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এ বাংলাদেশের সকল মহিলা কলেজের মধ্যে মীরপুর গার্লস আইডিয়াল কলেজ ৪র্থ স্থান , সকল কলেজের মধ্যে ১১ তম স্থান এবং বাংলাদেশের সরকারি-বেসরকারি সকল কলেজের মধ্যে ২৮ তম স্থান অর্জন করেছে ।
মুজিব কর্নার
সভাপতির বাণীঃ
যুগের পরিক্রমায় নারী শিক্ষার গুরুত্ব বর্তমানে অনস্বীকার্য হয়ে উঠেছে। নারীর অবস্থান সমাজে চিরকাল ধরেই অবহেলিত এবং পশ্চাদপদ। নারীর এই অবস্থান থেকে উত্তরণের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা অর্জন করে নারী তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে, স্বাস্থ্য সচেতন হবে। তাই নারীর উন্নয়নের জন্য প্রাথমিক উপাদান হলো নারী শিক্ষা।
অধ্যক্ষের বাণীঃ
আজকের সুপ্রতিষ্ঠিত ‘মীরপুর গার্লস আইডিয়াল কলেজ’ ১৯৭৮ সালে ২১শে জানুয়ারি ‘মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট’ নামে প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করে।
যোগাযোগ
মীরপুর গার্লস আইডিয়াল কলেজ
কলেজ কোডঃ ১২৭৬ (বোর্ড) , ৬৪০৯ (জাতীয় বিশ্ববিদ্যালয়) EIIN: ১৩৮৮৯৪
ঠিকানাঃ মীরপুর-১০, ঢাকা-১২১৬
ইমেইলঃ mirpurgirlsidealcollege78@gmail.com
ফোনঃ 01309138894,+০২ ৯০০৩০৫৪, ০১৫৫৭-৭৮৭৭৫
ওয়েবসাইটঃ www.mgic.edu.bd