Latest Update
সভাপতি
নারী শিক্ষা বিকাশের লক্ষ্যে ১৯৭৮ সালে অত্র এলাকায় 'মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট' প্রতিষ্ঠিত হয়। শুরুতে স্কুল ও কলেজ শাখা একসাথে পরিচালিত হলেও ২০১৯ সালে কলেজ শাখা পৃথক হয়ে 'মীরপুর গার্লস আইডিয়াল কলেজ' নামে পরিচালিত হচ্ছে। বর্তমানে এটি নারী শিক্ষায় একটি স্বনামধন্য ও অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সু-প্রতিষ্ঠিত। একটি দেশের উন্নয়ন নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার ওপর। দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে প্রয়োজন মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা। 'মীরপুর গার্লস আইডিয়াল কলেজ' সেই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য আধুনিক, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব পেয়ে আমি যেমন গর্বিত, তেমনি সচেতনও। আমাদের লক্ষ্য শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল নয়, বরং শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যেন তারা নীতি-আদর্শ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণে সমৃদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমি আশাবাদী, 'মীরপুর গার্লস আইডিয়াল কলেজ' আগামী দিনগুলোতেও নারীশিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের একটি আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে।
(ড. মোঃ রবিউল ইসলাম) সভাপতি
পরিচালনা পর্ষদ মীরপুর গার্লস আইডিয়াল কলেজ মিরপুর-১০, ঢাকা-১২১৬
এবং
অধ্যাপক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
মোস্তারী আহমেদ
'শিক্ষাই জাতির মেরুদণ্ড' - এই সত্যকে সামনে রেখে 'মীরপুর গার্লস আইডিয়াল কলেজ' শিক্ষার্থীদের জন্য একটি উদার, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরী করতে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ১৯৭৮ সালে নারী শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে 'মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনষ্টিটিউট' নামে প্রথম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করে। পরবর্তীকালে অনার্স ও ডিগ্রী (পাস) কোর্স খুলে নারীদের উচ্চ শিক্ষা অর্জনের পথ আরো সুগম করে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে স্কুল ও কলেজ পৃথক হয়ে, কলেজ অংশ 'মীরপুর গার্লস আইডিয়াল কলেজ' নামে পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী অর্জনও সমান গুরুত্বপূর্ণ। তাই আমাদের শিক্ষা কার্যক্রমে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষকগণ যত্ন ও দক্ষতায় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন প্রযুক্তির গতিশীল এই যুগে নিজেকে প্রতিযোগিতায় এগিয়ে নিতে প্রয়োজন যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা। আমরা সেই লক্ষ্যেই প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের আধুনিক পাঠাগার, সেমিনার, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, অডিটোরিয়াম, বিস্তৃত খেলার মাঠ শিক্ষার্থীদের বিকোশিত হতে সহায়তা করে। আমাদের শিক্ষার্থীরা স্ব স্ব ক্ষেত্রে উচ্চ শিা অর্জন করে দেশে-বিদেশে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, আপনাদের আস্থা ও সহযোগিতাই আমাদের পথ চলার প্রেরণা। আসুন আমরা সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে তুলি আমাদের আগামীর আলোকিত ভবিষ্যৎ।
ধন্যবাদান্তে-
(অধ্যাপক ড. মোস্তারী আহমেদ)
অধ্যক্ষ
মীরপুর গার্লস আইডিয়াল কলেজ মিরপুর-১০, ঢাকা-১২১৬।
YOU CAN KNOW