যুগের পরিক্রমায় নারী শিক্ষার গুরুত্ব বর্তমানে অনস্বীকার্য হয়ে উঠেছে। নারীর অবস্থান সমাজে চিরকাল ধরেই অবহেলিত এবং পশ্চাদপদ। নারীর এই অবস্থান থেকে উত্তরণের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা অর্জন করে নারী তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে, স্বাস্থ্য সচেতন হবে। তাই নারীর উন্নয়নের জন্য প্রাথমিক উপাদান হলো নারী শিক্ষা।
শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মনে – এই প্রত্যয়ে মীরপুর গার্লস আইডিয়াল কলেজ নারী শিক্ষার অগ্রযাত্রায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আধুনিক শিক্ষা, নৈতিকতা, এবং দেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে তৈরি করতে সচেষ্ট। আমাদের লক্ষ্য শুধু ভালো রেজাল্ট নয়, বরং একজন ভালো মানুষ ও দক্ষ নাগরিক তৈরি করা।
আমি এই প্রতিষ্ঠানের সব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আশা করি আমরা সবাই একসাথে এগিয়ে যাব শিক্ষা ও নৈতিকতার পথ ধরে।
— সভাপতি
মীরপুর গার্লস আইডিয়াল কলেজ