MGIC

মীরপুর গার্লস আইডিয়াল কলেজ

প্রযুক্তি নির্ভর ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান

আমাদের সম্পর্কে

প্রতিষ্ঠান পরিচিতিঃ

বাংলাদেশে নারীশিক্ষা প্রসারের মহতী লক্ষে সামনে রেখে ১৯৭৮ সালে মীরপুর গার্লস আইডিয়াল ল্যবরেটরী ইনস্টিটিউট প্রতিষ্ঠিত । পূর্বে প্রতিষ্ঠানটিতে স্কুল ও কলেজ শাখা একত্রে পরিচালিত হত । সম্প্রতিক স্কুল হতে কলেজ পৃথক হয়ে মীরপুর গার্লস আইডিয়াল কলেজ নামকরণ করা হয় । বর্তমানে কলেজটি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে । বর্তমানে মীরপুর গার্লস আইডিয়াল কলেজ শাখা ছাড়াও অর্নাস ও ডিগ্রি কার্যক্রম চালু রয়েছে । অনার্স বিষয়সমূহ হল বাংলা, ইংরেজি , সমাজকর্ম ,হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও মার্কেটিং ।

সাফল্যঃ ভাল ফলাফলের জন্য এ প্রতিষ্ঠান ২০০১ ও ২০০২ সালে পরপর দু-বার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করে এবং ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং এ বাংলাদেশের সকল মহিলা কলেজের মধ্যে মীরপুর গার্লস আইডিয়াল কলেজ ৪র্থ স্থান , সকল কলেজের মধ্যে ১১ তম স্থান এবং বাংলাদেশের সরকারি-বেসরকারি সকল কলেজের মধ্যে ২৮ তম স্থান অর্জন করেছে ।

প্রতিষ্ঠানের ছবি

ফটো গ্যালারীঃ